Main Menu

Northern Circle

নর্দার্ণ সার্কেল, বগুড়া :

সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন, নর্দার্ণ সার্কেল, বগুড়া ১৯৭৭ সালে উত্তর বঙ্গের বগুড়া সেনানিবাসে স্থাপিত হয়। রাজশাহী ও খুলনা বিভাগের অধীনে অবস্থিত সামরিক ভূ-সম্পত্তি সমূহ এ সার্কেলের আওতাধীন ৯টি সেনানিবাস, ২টি নৌ বাহিনীর ঘাঁটি যথাক্রমে খুলনা বিএনএস তিতুমীর ও মংলা নৌ ঘাঁটি এবং যশোর বিমান ঘাঁটিসহ এই বিভাগের বিভিন্ন জেলায় অবস্থিত এল ও এস টাওয়ার, এস ডি রিপিটার স্টেশন রাডার স্টেশন এর মধ্যে অন্যতম। ২য় বিশ্ব যুদ্ধকালীন নির্মিত আসাম এ্যাকসেস সড়ক কুড়িগ্রাম জেলার ভূরংগামারী উপজেলায় এখনও ২য় বিশ্বযুদ্ধের চিহ্ন বহন করে আসছে। রাজশাহী ও খুলনা বিভাগে অবস্থিত সামরিক স্থাপনা/প্রতিষ্ঠান সমূহের অধীনে সর্বমোট জমির পরিমান ৮৭৯২.৭৪ একর।

For view in external Page please click here